সমাজ থেকে মাদক নামের এ ব্যাধি সমূলে দূর করতে হবে “ওসি নজরুল ইসলাম “

Spread the love
আরিফুল ইসলাম , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আমাদের সমাজের প্রতিটি স্তরে বিচরণ করছে সর্বনাশা মাদক। ঘুনে পোকার মত কুরে কুরে খাচ্ছে মানব অস্থিমজ্জা। এ ভয়ানক পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশসহ সারা বিশ্ব। অভিভাবকরা আতঙ্কিত, উৎকণ্ঠিত। মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় সেটা একটা পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়। মাদক সমস্যা পারিবারিক ক্ষেত্র থেকে ছড়িয়ে যায় সমাজের গন্ডিতে। শেষ পর্যন্ত সেটা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়।
বাংলাদেশের উত্তরাঞ্চলের তিন দিকে ভারত বেষ্টিত থানা ভূরুঙ্গামারী। দেশের বেশি ভাগ মাদক  আসে ভারত সীমান্ত দিয়ে।এই থানা তিন দিক থেকে  সীমান্ত বেষ্টনী হওয়ায় মাদক কারবারিদের বিচরণও বাড়ছে। অন্যান্য থানার চেয়ে আয়তনে ও জনসংখ্যায় ছোট হলেও মাদকের জন্য ভূরুঙ্গামারী গুরুত্বপূর্ণ । এমন একটি থানায় গত ১৯ জানুয়ারিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব নিয়ে যোগদান করেছেন মো. নজরুল  ইসলাম। তিনি আসা মাত্রই নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। কারণ মাদকের বিরুদ্ধে এক রকম জেহাদ ঘোষণা করেছেন থানার ওই ওসি।
থানা সূত্রে জানা যায়,
১৯ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত  তিনি মাদক  ও জুয়ার বিরুদ্ধে  অভিযান পরিচালনা করে ২১জন মাদক কারবারি সহ ৩১কেজি গাঁজা, ২৪৩ বতল ফেনসিডিল, ১১৫৮ পিস ইয়াবা টেবলেট, এক বতল মদ ও ৩৭ বতল স্ক‍্যপ জব্দ করেছেন। এবং  ৩৩ জন জুয়া কারবারি  আটক সহ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করেছেন।
ওসি মো: নজরুল ইসলাম বলেন, যুব সমাজ আজ ফেন্সিডিল,হিরোইন,গাঁজা ইয়াবাসহ মাদকে আসক্ত। মাদকের মাধ্যমে একটি দেশ ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা যদি মাদক নিমূর্লে সম্মিলিতভাবে কাজ করতে না পারি, তাহলে আমাদের যে কর্মোজ্জ্বল ভবিষ্যত, যে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান মন্ত্রী কাজ করে যাচ্ছেন সেটা আমাদের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে। মাদকের সঙ্গে কোনো আপস নয়।
মরণ নেশার ট্যাবলেট ইয়াবা,গাঁজা,হিরোইন,মাদক বিরোধী অভিযানে তৎপর ভুরুঙ্গামারী থানা পুলিশ ।
সেই সাথে বাল্য বিবাহ,জঙ্গীবাদ সহ অন্যান্য অপরাধজনক কাজ থেকেও বিরত থাকার আহব্বান জানিয়ে ওসি বলেন,কেবল পুলিশ দিয়ে সমাজ থেকে মাদকের প্রবণতা দূর করা যায় না। এজন্য সমাজের সর্বস্তরের সচেতন সকলকে মাদকের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে খেলাধূলা,শিল্প-সংস্কৃতির কাজে মনোনিবেশ রাখতে হবে। সমাজ থেকে মাদক নামের এ ব্যাধি সমূলে দূর করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করে এযুদ্ধে সচেতন সকলকে অংশ নিতে হবে। আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় ভুরুঙ্গামারী উপজেলা বাসীকে অচিরেই মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.