
তাহমিদ কাউছার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সেচ্ছাসেবী সংগঠন “সময়ের বাতিঘর” এর ইফতার সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ (শুক্রবার) আসরের নামাজ শেষে মিফতাহুল উলুম মাদ্রাসার হল রুমে এর আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য মোঃ জুবাইরের সঞ্চালনায় রেজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন জামশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাউজান ৩ নং ওয়ার্ড এর ইউ পি সদস্য বশিরুল আলম শরিফ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ এরশাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ দেলোয়ার হোসেন, কলাউজান শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আমান উল্লাহ, আমিরাবাদ (৯নং ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতি আজিমুল হক, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের সমাজসেবী সংগঠন এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখে।
“সময়ের বাতিঘর” সংগঠনের প্রতি আমাদের আন্তরিকতা ও সহযোগিতা সমসময় থাকবে।
উল্লেখ্য, লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ১৮, ১৯ ও ২০ সালের ১০ জন এস এস সি ব্যাচের ছাত্রদের নিয়ে ২০২০ সালে “সময়ের বাতিঘর” নামে সমাজসেবামুল অরাজনৈতিক এ সংগঠনটির সূচনা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আমরা এ সেবামূলক সংগঠনটি করোনাকালীন সময়ে মানবসেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করি, সে সময় থেকে আজ পর্যন্ত সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করাছি, আজকেও সেই কাজের অংশ হিসেবে আমরা সাধ্যমতো কিছু দেয়ার চেষ্টা করছি। যদি সমাজের বিত্তবানরা যদি এধরনের সেবামূলক কাজে এগিয়ে আসেন তাহলে দরিদ্র – অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের জন্য আরও সহজ হয়ে উঠবে।
সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।