
নিজস্ব প্রতিবেদক।
রোটারেক্ট ক্লাব অফ ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে এতিমদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিরতণ। আজ শুক্রবার(২১ই এপ্রিল) ফেনী পরশুরাম উপজেলার বকসমাহমুদ ইউনিয়নে মোহাম্মদপুর দারুল আরক্বাম মাদ্রাসা ও এতিমখানায় ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করেন রোটারেক্ট ক্লাব অফ ফেনী ইউনিভার্সিটির সদস্যবৃন্দ।
ক্লাব প্রেসিডেন্ট রোঃ শরিফুল ইসলাম জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিমদের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই তাদের এই আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও তারা চেষ্টা করেছে এতিম মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করে তাদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে, এ কাজে তাদের যায়া সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অফ ফেনী ইউনিভার্সিটির চার্টার প্রেসিডেন্ট রোঃ মাহফুজুল করিম এবং ক্লাব মেম্বার রোঃ ইফতি নওয়াল চৌধুরি ফাইয়াজ।