
হাফিজুর রহমান হাফিজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. শাহাবুদ্দিন মহোদয় বিদায় উপলক্ষে সার্কিট হাউসে বিদায়ী গার্ড অফ অনার প্রদান করা হয় বৃহস্পতিবার। এ সময় পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী ও জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ শাহাবুদ্দিন টানা চার দিনের সফরে এসেছিলেন দেশের বাড়ি পাবনাতে। মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী মোঃ সাহাবুদ্দিন,১০-১২-১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলী ট্যাংক পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শরফুদ্দিন আনসারী এবং মাথা মোসাম্মদ খাইরুন্নেছা চার ভাই ও ছয় বোন মধ্যে তিনি সবার বড় ছিলেন। দেশের ২২ তম রাষ্ট্রপতি জনাব মোঃ শাহাবুদ্দিন তিনি ছাত্র অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ভারত থেকে সস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন। তিনি স্বাধীন বাংলা ছাত্র পরিষদের পাবনা জেলার নেতা হিসেবে পাবনায় স্বাধীন বাংলার পতাকার উত্তোলনকারীদের অন্যতম। এটা একটি পাবনা বাসির গর্ভ। মাননীয় প্রধানমন্ত্রী পাবনাবাসীকে উপহার দিলেন একটি ডেপুটি স্পিকার আরেকটি রাষ্ট্রপতি দুটি পাবনা জেলায় এবং পাবনার কৃতি সন্তান এটা বাংলার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। বৃহস্পতিবার সকালে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বিদায়ী উপলক্ষে পাবনা সার্কিট হাউসে বিদায়ী গার্ড অফ অনার প্রদান শেষে পাবনা থেকে তিনি ঢাকা ফিরেন।