
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ দক্ষিণ পাড়া প্রবাসী ঐক্য ফোরামের আয়োজনে “রমজান ফুড প্যাকেজ” বিতরণ করা হয়েছে। বুধবার ফোরামের পক্ষ থেকে দিশাবন্দ গ্রামের প্রায় শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে এ প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজ ছোলা বুট, চাউল, ডাল, মুড়ি, খেজুর, সেমাই, চিনি, দুধ, কিসমিস, বাদাম, তৈল, আলু, পেয়াজসহ মোট ১৩ পদ সামগ্রীর সমন্বয়ে প্যাকেজিং করা হয়।
ফোরামের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আল আমিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওমর ফারুক সোহেল। বিশেষ অতিথি ছিলেন খিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, আবদুল বাকী মিলন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজ আমিন, কন্ট্রাক্টর রুহুল আমিন, অহিদুর রহমান, মোঃ সাদেকুর রহমান ও মীর হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
দিশাবন্দ দক্ষিণ পাড়া প্রবাসী ঐক্য ফোরামটি ২0২0 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি ফোরামটির উদ্যোগে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ সেবামুলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে ফোরামের সভাপতি মোঃ ওমর ফারুক সোহেল বলেন, দিশাবন্দ দক্ষিণ পাড়া প্রবাসী ঐক্য ফোরামের পক্ষ থেকে আজ আমরা ৪0 জনের সমন্বয়ে রমজান ফুড প্যাকেজ সামগ্রী বিরতণ করেছি। আমরা যেন অতীতের মত আগামীদিনেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি সেই সকলের দোয়া কামনা করি। উল্লেখ্য, উক্ত ফোরামের অন্যান্য প্রতিষ্ঠাতাগণ হলেন যথাক্রমে মোঃ হেদায়েত উল্লাহ, মোঃ আরিফুর রহমান, মোঃ সফিকুর রহমান, মোঃ শরীফ হোসেন, মোঃ জহির রায়হান, মোঃ এমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওমর ফারুক সোহেলকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।