বাতাখালী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বাংলা নববর্ষ উদযাপন

Spread the love

স্টাফ রিপোর্টার :

সেহেরি, ইফতার ও দোয়ার মাধ্যমে
বাংলা নববর্ষ ১৪৩০ ঊদযাপন করেছে কুমিল্লা জেলার লাকসামের ঐতিহ্যবাী বাতাখালী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা।

গত ১৪ এপ্রিল ২০২৩ ইসলামী রীতিনীতি অনুসরণ করে বাংলাদেশের কোন মাদরাসা এই ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে।

মাদরাসার ছাত্রদের কোরআন তেলওয়াত, হামদ নাত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনাশ দোয়া করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক এম এস দোহা,প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুল কুদ্দুস,

লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম রাজু, নয়া দিগন্ত প্রতিনিধি মিজানুর রহমান, সাপ্তাহিক সবুজ পত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি খলিলুর রহমান,,দৈনিক পত্রিকা প্রতিনিধি আওয়ামীলীগ নেত আবুল কালাম, মোঃ সফর আলী,আবুল কাশেম,, মোস্তফা মিয়া,জালালা আহমেদ,শাহ আলম মিন্টু, যুবলীগ নেতা আবদুল আলী মামুন,মফিিজুর রহমান,,মোতালেব হোসেন,, জসিন উদ্দিন গিব্স্,,রবিউল হোসেন,পেয়ার আহমদ,সাব্বির আহমেদ, রায়হান কবির,নাজমুল ইসলাম দুঃখু প্রমুখ।

অনুষ্ঠানে শেষে সবার মাঝে ঐতিহ্যবাহী বাতাসা বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.