
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৭শে এপ্রিল সকাল আনুঃ ১০ টায় বদলগাছীর পয়নারী মোড় থেকে মহাদেবপুর উপজেলার কৃঞ্চপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সোবাহান ওরফে টিকটক সোবাহানসহ কয়েক জন মিলে সাদা মাইক্রেবাসে করে জোরপূর্বক কলেজ ছাত্রীকে অপরহণ করে বদলগাছী দিকে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর কলেজ ছাত্রীর কোন সন্ধান না পেয়ে কলেজ ছাত্রীর বাবা জাকির হোসেন (৪৩) গতকাল ৫ই মে শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানায় ৭জনকে আসামী করে একটি অপহরণ মামলা করে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ভিকটিম ও আসামীদের অবস্থান নিশ্চিত করে ভোররাত আনুঃ ১টা ৩০মিটিটে ঢাকা জেলার সাভার থানার কাতলা নামক স্থান থেকে কলেজ ছাত্রী উদ্ধার সহ ২জনকে আটক করে। বদলগাছী থানার মামলা নম্বর ৬।
কলেজ ছাত্রীর পিতা জাকির হোসেন বলেন, আমার মেয়ে ইন্টামিডিয়েটের ২য় বর্ষে লেখাপড়া করে। কলেজে যাতায়াতের সময় আসামী আমার মেয়েকে উত্তক্ত করতো প্রেম ও বিবাহের প্রস্তাব দিতো। আমার মেয়ে তা প্রত্যাখ্যান করিলে আসামী ও আসামীর সঙ্গীরা আমার মেয়েকে জোর পূর্বক সাদা মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের পিতা বাদী হয়ে মামলা করলে অপহরণের দায়ে পিতা ও পুত্রকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আসামীদের আদালতের ম্যধমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।