বদলগাছীতে কম্বাইন্ড হারর্ভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত

Spread the love
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ কৃষি ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার, সময় ও অর্থ বাঁচবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে চলতি বোরো ২০২২-২৩ মৌসুমে কম্বাইন্ড হারর্ভেস্টারের ম্যাধমে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ই মে বদলগাছী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সিনজেন্টা ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার হাপুনিয়া গ্রামের মাঠে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বদলগাছীর জননী ফারমার্স হাবের সহযোগিতায় উক্ত কম্বাইন্ড হারর্ভেস্টার মেশিনটি জিয়া ফারমার্স হাব নাটোর থেকে নিয়ে আসা হয়। অল্প খরচে, অল্প সময়ে ধান কাটতে কৃষকদের যন্ত্রের ব্যবহার করতে বলা হয়। যেখানে শ্রমিক দিয়ে প্রতি বিঘা জমির ধান কাটতে ৪-৫হাজার টাকা খরচ হয়। সেখানে হারর্ভেস্টার মেশিনে ধান কটতে প্রতি বিঘাতে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হয়। মে মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যে সব কৃষকের জমিতে ধান কাটার মতো উপযুক্ত হয়েছে। সেসব কৃষকদের পাঁকা ধান মাঠে না রাখার আহব্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, বদলগাছী থানা অফিসার  ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাংসদ সদস্যর প্রতিনিধি ও বদলগাছী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বদলগাছী মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফএফ, তোফাজ্জল হোসেন প্রমূখ।
ক্ষক
আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম,  সিনজেনটা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার ফরহানুল হক, প্রজেক্ট অফিসার জোতিষ চন্দ্র বর্মণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুল আলম ও সাহার আলীসহ স্থানীয় মাঠ পর্যায়ের কৃষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.