পাবনা র‌্যাবের হাতে হেমায়েতপুরে গোলাগুলি ঘটনায় গ্রেফতার ৩

Spread the love

হাফিজুর রহমান হাফিজ

পাবনা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ নির্দেশনায় অদ্য ১০/০৫/২০২৩ তারিখ ৭ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর এলাকায়’’ অভিযান পরিচালনা করে পাবনা সদর থানার মামলা নং-২৩, তারিখঃ ১০/০৫/২০২৩, ধারাঃ ১৪৩/১৪৭/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড মুলের এজাহার নামীয় – ২ নং আসামীসহ ৩ জন পলাতক আসামীদের গ্রেফতার করে। উল্লেখিত আসামীগণ গত ৯/৫/২০২৩ ইং বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় পাবনা জেলার সদর থানাধীন চর বাঙ্গাবাড়িয়া এলাকায় জনৈক হেলাল এর চায়ের দোকানে বসে থাকা মোঃ ইছাহাক আলী প্রাং, মোঃ হাবু সরদার, মোঃ মামুন মন্ডল, মোঃ সেলিম মন্ডল এবং মোঃ সবরুল শেখ’কে বন্দুক, চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, টাঙ্গি, খাড়া, হকিস্টিক, জিআই পাইপ ও লোহার রড দিয়ে গুরুতর জখম ও গুলি করে আহত করে। পরবর্তীতে মোঃ আসিফ হোসাইন রকি (২৩), পিতা-ইসহাক প্রাং, সাং-চর বাঙ্গাবাড়িয়া, থানা-সদর, জেলা-পাবনা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হলে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ হাবিব মন্ডল (৩৬), ২। মোঃ জহুরুল হক, উভয় পিতা-মৃত মনছের আলী মন্ডল, ৩। মোঃ হবিবার (৬০), পিতা-মৃত মনছের প্রামাণিক, সর্ব সাং-চর বাঙ্গাবাড়িয়া, থানা-সদর, জেলা-পাবনা। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.