
ফেনী জেলা প্রতিনিধি
পশুরামে র্যাপিড একশ্যন ব্যাটেলিয়ন (র্যাব) অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় ও ঔষধ জব্দ করেছে। এসময় একটি পিকআপ গাড়িসহ একজনকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল বাজারের থানা রোডে সাড়ে এগারোটার দিকে অভিযান পরিচালনা করে পিকআপসহ মোঃ আবদুর রহমান প্রকাশ সজিব (২৮)কে আটক করে। সে উপজেলার খোন্দকিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।
র্যাব জানায় আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে পিকআপ থেকে ১৫ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ভারতীয় চোরাইকৃত লেহেঙ্গা-৭২ পিস, থ্রি-পিস-৪০২ পিস, শাড়ি-১৪৫ পিস, ক্যাপুসল-১৯০ বোতল উদ্ধার করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৯০ হাজার ৫০০ টাকা।