
স্টাফ রিপোর্টার: তৌহিদুল ইসলাম সরকার,
নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জননেতা নাসের খান চৌধুরীর নির্দেশনায়, উপজেলা ছাত্রদলের সভাপতি: শাহজাহান ভুইয়া মানিকের সভাপতিত্বে:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা ও মরহুম জননেতা খুররম খান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায়:
১৪ই এপ্রিল (শুক্রবার) নান্দাইল পৌরসভাস্থ মাফরুহীন খান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নান্দাইল উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়ে সম্পন্ন হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।