
স্টাফ রিপোর্টার: তৌহিদুল ইসলাম সরকার,
ময়মনসিংহের-নান্দাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার সদর ৩নং নান্দাইল ইউনিয়নের ভাটি পাঁচানি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবেল মিয়া ভাটিপাঁচানি গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। রুবেল সারাদিন অটো চালিয়ে সন্ধ্যায় ইফতার করতে বাড়িতে আসে। বাড়িতে এসে তার রিকশায় ব্যাটারির চার্জে দিতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়। তার স্ত্রী কোন সারা শব্দ না পেয়ে, চার্জের ঘরে গিয়ে দেখতে পায়, রুবেল মাটিতে পড়ে আছে। তাৎক্ষণিক রুবেল কে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নান্দাইল মডেল থানার (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এইমাত্র সংবাদ পেয়েছি, এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারিনি।