
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট পৌরশহরের প্রাণকেন্দ্র উপজেলার জিরো পয়েন্ট লোটাস চত্বরে সড়ক বন্ধ করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।
নাঙ্গলকোট- চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট- লাকসাম, নাঙ্গলকোট- নাথেরপেটুয়া যাওয়ার একমাত্র চত্বরটি লোটাস চত্বর। শহরের মূল স্পর্ট হওয়ায় এখানে সর্বাবস্থায় জ্যাম লেগে থাকে। এমন একটি চত্বরের মূল সড়ক বন্ধ করে সড়কের উপর ইট, বালু, সিমেন্ট, ইত্যাদি রেখে পাশের একটি বভনের ছাদের কাজ করতে দেখা যায়। উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন ফায়দা হয় নি।
একাধিক গাড়ির ড্রাইভার বলেন, চত্বরে এভাবে সড়কে ইট, সিমেন্ট রেখে সড়ক বন্ধ করে রাখায় গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। কখন দুর্ঘটনা ঘটে তা নিয়ে আতংক কাজ করে।
ভবনের মালিক পক্ষের কাছে সড়ক বন্ধের বিষয়ে জানতে চাইলে মালিক পক্ষ বলেন, পৌর মেয়র আব্দুল মালেক থেকে অনুমতি নিয়ে সড়ক টি বন্ধ করে কাজ করা হচ্ছে। অনুমতির লিখিত প্রমাণ দেখতে চাইলে তারা দেখাতে সক্ষম হয় নি।
পৌর মেয়র আব্দুল মালেক বলেন, অনুমতি তো পরের কথা এই বিষয়ে তিনি বোধগম্য নয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, তিনি কুমিল্লায় আছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কে জানালে তিনি বিষয়টি পরিদর্শন করবেন।
উপজেলার সহকারী কমিশনার আশরাফুল কে জানালে, তিনি বিষয়টি দেখবেন এবং মেয়র কি বলেছেন সেটি জানতে চান।