
নিজস্ব প্রতিবেদক।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল রবিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হক, তিলিপ দরবার শরীফের পীর আলহাজ¦ মাওলানা শাহ্ সুফী আবু সালেহ মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকি, বীর মুক্তিযোদ্ধা ইসহাক চেয়ারম্যান, নাঙ্গলকোট পল্লী সমিতি-৪ এর এজিএম কম সহিদুল ইসলাম, ঢালুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ঠিকাদার মাহমুদুল হাসান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ঢালুয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন বি এস সি, নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নেতা জালাল আহম্মেদ ভূঁইয়া, নিজাম উদ্দিন মজুমদার, নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক (এস আই) আতিকুর রহমান, রেজাউল হক রেজু হাজারী, নাঙ্গলকোট প্রেসক্লাব সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, অফিস সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া আজিম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ মজুমদার, সাহিত্য সম্পাদক দুলাল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, সদস্য দ্বীন মোহাম্মদ, জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, তিলিপ দরবার শরীফের পীর আলহাজ¦ মাওলানা শাহ্ সুফী আবু সালেহ মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকি।