নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ ঢাকা ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্টিত

Spread the love

নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ ( নাউপ), ঢাকা এর ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, ঢাকায় বসবাসরত নাঙ্গলকোট বাসীদের সেতু বন্ধন এই প্রতিপাদ্য কে ধারন করে নাঙ্গলকোট উন্নয়ন পরিষদের ২০২৩-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও ঈদ পূর্ণমিলনী সভা অনষ্ঠিত হয়েছে গতকাল ৫ ই মে শুক্রবার বিকালে উত্তরায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নবগঠিত নাঙ্গলকোট উন্নয়ন পরিষদের উপদেষ্টা মাওলানা এ কে এম আব্দুর রশিদ, কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, সহ-সভাপতি ফরিদ আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক মোঃ দলিলুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আরেফিন সুমন, অর্থ সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল, সহ-দপ্তর সম্পাদক মোঃ সালেহ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হানিফ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল কবির সুফল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুর মোহাম্মদ, কার্যকরী সদস্য বশির আহমেদ, আফাজ উদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.