
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথযোগ্য মর্যাদায় পালিত হয়। রবিবার সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে ২৬ মার্চ মহান সবাধীনতা বিস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা পৌর সহকারী কৃষি অফিসার জোনায়েদ হাসান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু এ.আই.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন প্রমূখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।