
কুমিল্লার নাঙ্গলকোটে মোবাইল না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আরিফ হোসেন (১১) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলার দৌলখাঁড় ইউপির আশ্বদিয়া গ্রামের শফিকুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার জোড্ডা পূর্ব ইউপির শ্রীহাস্য গ্রামের মৃত শাহাজাহানের ছেলে ও দৌলখাঁড় দেওভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
জানা যায়, ৬ বছর আগে আরিফের পিতা শাহাজাহান নিজ বাড়িতে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা কুলসুম বেগম তাকে ও তার ছোট ভাইকে নিয়ে বাপের বাড়ি আসেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুলসুম বেগম তার বোনের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এ সময় আরিফ তার সাথে যাওয়ার জন্য বায়না ধরে। মা সঙ্গে না নেওয়ায় আরিফ কান্নাকাটি করে ও মায়ের মোবাইল দিয়ে যাওয়ার বায়না ধরে। মা কুলসুম মোবাইল না দিয়ে বোনের বাড়ি চলে যান। এর পর আরিফ ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।