
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নাঙ্গলকোটে বিভিন্ন জনপ্রিয় পত্রিকার নাম ব্যবহার করে মিথ্যা প্রচারনার অভিযোগ উঠেছে নব গঠিত নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ সমর্থকদের বিরুদ্ধে। জানাযায়, কুমিল্লা নাঙ্গলকোটে ‘ আবু ইউসুফ ভাইয়ের সমর্থক’ নামক একটি ফেসবুক পেইজ থেকে গত পহেলা মে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু ইউসুফ ভূঁইয়ার ছেলে কানাডার উদ্দেশ্য রওনা হলে ‘সকালের সময়’ পত্রিকার লোগো ব্যবহার করে ‘সকালের সময় আপডেট নিউজ, লিখে সকলের কাছে দোয়া চেয়ে একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয় যা অত্র পত্রিকায় প্রকাশিত হয়নি। পরবর্তীতে গত ১০ সে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের জন্মদিনে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন এমন তথ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, যুগান্তর, কুমিল্লা নিউজ, আমাদের সময় ডটকম এসকল পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করেন। যা এ সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়নি।
এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ বলেন,আপনি এত কথা বলেন কেন, তা শুধু ফেসবুকে দেয়া হয়েছে, তাতে কি হয়েছে ।এই ফেসবুক পেইজ কে ব্যবহার করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আমার জানা নেই কে বা কাহারা এই ফেসবুক পেইজ ব্যবহার করছে কিছুই জানিনা। আমার একমাত্র ফেসবুক আইডি প্রিন্সিপাল আবু ইউসুফ এছাড়া আমার আর কোনো আইডি নেই, তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও ফেসবুক পেইজ ব্যবহার হচ্ছে, তা তিনিও জানেন না কে ব্যবহার করছে, তাহলে আমি কিভাবে জানবো যে আমার নামে এই পেইজ কে ব্যবহার করছে। অথচ তিনি তার নিজ আইডিতেও তা শেয়ার করেছেন।