নাঙ্গলকোটের পেশাজীবি সংগঠন (TAG-Nangalkot) এর উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও গেট টুগেদার

Spread the love

টেক্সটাইল এপ্যারেল গ্রুপ নাঙ্গলকোটের পেশাজীবি সংগঠন (TAG-Nangalkot) এর উদ্যোগে  ৬/৫/২০২৩ইং সন্ধায় অনুষ্ঠিত হলো ঈদ পূর্নমিলনী ও গেট টুগেদার, উত্তরাস্থ সাঈদ গ্রান্ড সেন্টারের লেবেল ৮ এ ,The Cafe Rio বুফে রেস্টুরেন্টে । আনন্দঘন আয়োজনে পারস্পরিক বন্ধন-সম্প্রীতি ও সহযোগীতা জোরদার করার বিষয়ে আলোচনা হয় , সেই সাথে এই সেক্টরের বৈরী পরিস্থিতি মোকাবেলায় সবাই মিলে কাজ করার এবং নাঙ্গগলকোট উপজেলার শিক্ষিত তরুন সমাজকে মানব সম্পদে উন্নয়নের জন্য সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করে বক্তাগণ । আলোচনায় গতিশীল এই সেক্টরে মেধাভিত্তিক পেশা জীবি তৈরির লক্ষ্যে নাঙ্গলকোটে একটি ট্রেনিং সেন্টার করার বিষয়ে জোরালো মতামত দেন।আলোচনা শেষে ভবিষতে সংগঠনকে উত্তরোত্তর সমৃদ্ধ, গতিশীল ও টেকসই পেশীজিবী সংগঠন হিসাবে গড়ে তোলার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয় আহবায়ক কমিটির সদস্যরা হলেন  আহবায়ক – আবদুল কাদের, যুগ্ম আহবায়ক- তোফায়েল আহমমেদ পাটোয়ারী, ফখরুল কবির জহির, নিজাম উদ্দীন খন্দকার, সদস্য সচিব -আবুল কাশেম মজুমদার, অর্থ সচিব -ওমর ফারুক, সহকারী অর্থসচিব -মীর মোহাম্মদ শাখাওয়াত (সোহেল), প্রচার সম্পাদক -জিয়াউর রহমান লিংকন, দপ্তর সম্পাদক -মনিরুল ইসলাম, মানব সম্পদ উননয়ন –  কাজী জগলুল আকবর শিপন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক -আলমগীর হোসেন । উপস্থিত ছিলেন  ঢাকায় বসবাসরত নাঙ্গল কোটের সন্তান যারা বিভিন্ন টেক্সটাইল,বায়িং হাউস , Garments ফ্যাকটরী , লিয়াঁজো অফিস , সাপ্লাই চেইন , এবং শিপিং লাইনে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.