ঢাকাস্থ বক্সগন্জ ইউনিয়নের সুশীল নাগরিক সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

শনিবার ঢাকাস্থ বক্সগন্জ ইউনিয়নের সুশীল নাগরিক সমাজের উদ্যোগে গুলিস্তান হোটেল ইম্পেরিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে ঢাকায় উক্ত ইউনিয়ন বাসীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং একতা অক্ষুণ রাখার নিমিত্তে ঢাকায় একটি ফোরাম গঠনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ৩ মাসের মধ্যে সুষ্ঠু সুন্দর একটি কার্যকরী কমিটি গঠনের জন্য ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। উক্ত আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক লে: কর্ণেল মো: আনোয়ার হোসেন ভূইয়া, ডাইরেক্টর ট্রেনিং,বিজিবি সদর দপ্তর, ঢাকা সদস্য সচিব মো: ইউসুফ আলী চৌধুরী পিপিএম, পুলিশ ইন্সপেক্টর, পিআই, পল্টন মডেল থানা,ডিএমপি, ঢাকা এবং অন্যান্য সদস্যবৃন্দ ড. মাইন উদ্দিন জুয়েল, সহযোগী অধ্যাপক, নৃ বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা জনাব নুরুল আলম নুরু,ডাইরেক্টর, অদিতি লিঃ, ঢাকা রেজাউল হক, অফিসার, হোটেল রাজমনি ঈশাখাঁ,কাকরাইল, ঢাকা নজরুল ইসলাম ভূইয়া নিশু, বিশিষ্ট ব্যবসায়ী,পল্টন, ঢাকা অ্যাডভোকট মুকুল আহসান, হাইকোর্ট, ঢাকা অ্যাডভোকেট রাশেদা আক্তার রাসু, হাইকোর্ট, ঢাকা এবং মিজানুর রহমান, আইনজীবী সহকারী সমিতি, যুগ্ম সাধারণ সম্পাদক, হাইকোর্ট, ঢাকা সহ আজকের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১) বীরমুক্তিযোদ্ধা লেঃ কমান্ডার মুকবুল আহাম্মদ, কচুক্ষেত,ঢাকা ২) লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, ডাইরেক্ট ট্রেনিং, বিজিবি, সদর দপ্তর, ঢাকা ৩) ডাঃ তবারক উল্লাহ বিপিএম,অতিঃ ডিআইজি, জাতীয় জরুরি সেবা-৯৯৯, ঢাকা ৪) ড. মাইন উদ্দিন জুয়েল, সহযোগী অধ্যাপক, নৃ বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ৫) লেঃ কমান্ডার এনায়েত উল্লাহ, বাংলাদেশ নেভী, ঢাকা ক্যান্ট ৬) আবু তাহের এম,এস-সি, প্রোপাইটর, মডার্ণ অটোমোবাইলস, মহাখালী, ঢাকা ৭) মোঃ মোস্তফা কামাল ভূইয়া, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, ঢাকা ৮) ছালেহ আহমেদ, অতিঃ পরিচালক, হিসাব বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ, বিদ্যুৎ ভবন, সচিবালয়, ঢাকা ৯) সহকারী অধ্যাপক, লিটন চক্রবর্তী মিঠুন, প্রভাষক, ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বি/প্র বিশ্ববিদ্যালয় ১০) শহিদুল আলম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, ১১) আবদুল মালেক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা, বিটিসিএল,ঢাকা ১২) খন্দকার জাকির হোসেন বাবুল, প্রোপাইটর, সানমুন গার্মেন্টস, মীরপুর, ঢাকা ১৩) লেঃ কর্ণেল ডাঃ সুরাইয়া পারভীন, সিএইচএম,ঢাকা ১৪) অধ্যাপক ডাঃ কে এম নুরুল আলম, নাক,কান,গলা ইন্সটিটিউট, তেজগাঁও, ঢাকা ১৫) অধ্যাপক সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইডেন মহিলা কলেজ, ঢাকা ১৬) শাহজাহান সাজু, এজিএম, জনতা ব্যাংক লিঃ, মতিঝিল, ঢাকা ১৭) ইন্জিনিয়ার আলী হোসেন, জিএম অ্যাডমিন, তারা স্পিনিং মিলস, ঢাকা ১৮) ইন্জিনিয়ার আবু নাসের, বেঙ্গল কমিনিউকেশন, কমলাপুর, ঢাকা ১৯) আবুল হোসেন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা ২০) জামাল উদ্দিন ভূইয়া, বাংলাদেশ নেভী, ঢাকা ক্যান্ট,ঢাকা ২১) ব্যারিষ্টার নজরুল ইসলাম, হাইকোর্ট, ঢাকা ২২) ডা: নাজমুল ইসলাম তুষার, গণ স্বাস্থ্য হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা ২৩) এনামুল হক চৌধুরী লিটন, ডিজিএম, সাধারণ বীমা করপোরেশন, মতিঝিল, ঢাকা ২৪) ইন্জিনিয়ার খন্দকার আজিম উদ্দিন, ছাত্র নেতা,ঢাকা ২৫) নুরুল ইসলাম, ইব্রাহিমপুর,ঢাকা ২৬) নুরুল হুদা, বিশিষ্ট ব্যাবসায়ী,ঢাকা ২৭) আখতার হোসেন নয়ন বি,এস-সি, প্রোপাইটর,রফিক এন্টারপ্রাইজ, পল্টন, ঢাকা ২৮ ) আমির হোসেন ভূইয়া টিপু, টিপু কুইক সার্ভিস লিঃ, পল্টন, ঢাকা ২৯) ডাঃ মীর আহমেদ ভূইয়া বাবুল, রামপুরা,ঢাকা ৩০) আবদুল মতিন মোল্লা, ডাইরেক্টর, দেশী সুপার সপ, রামপুরা, ঢাকা ৩১) ফরিদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী,ঢাকা ৩২) জাফর আহমেদ, এজিএম, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, মতিঝিল, ঢাকা ৩৩) সোহেল মিয়াজি, ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাক্তিত্ব, মোঃ পুর,ঢাকা ৩৪) মনির হোসেন, এজিএম, নোমান গ্রুপ, মতিঝিল, ঢাকা ৩৫) পন্ডিত নাসির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী, বনশ্রী, ঢাকা ৩৬) মুন্সি নাসির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী,মীরপুর, ঢাকা ৩৭) খায়ের জালাল, ডিজিএম, সাধারণ বীমা করপোরেশন, মতিঝিল, ঢাকা ৩৮) মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটি, হাইকোর্ট, ঢাকা ৩৯) আবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী,মীরপুর, ঢাকা ৪০) মোশাররফ হোসেন ( কোকালী), বিশিষ্ট ব্যবসায়ী,ঢাকা ৪১) আলী আহমেদ অলি, বাংলাদেশ বেতার, ঢাকা ৪২) মোশাররফ হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী,ঢাকা ৪৩) মাহবুবুল হক,বিশিষ্ট ব্যবসায়ী, থাই এ্যালুমিনিয়াম, খিলক্ষেত,ঢাকা ৪৪) এমএএ হাসান তারেক সুজন চৌধুরী,কাজী এয়ার ইন্টারন্যাশনাল, পল্টন, ঢাকা ৪৫) আল মামুন চৌধুরী, বাংলাদেশ পুলিশ সদস্য, রাজারবাগ, ঢাকা ৪৬) অপূর্ব মাহির চৌধুরী, নটরডেম কলেজ, ঢাকা ৪৭) রিপন বাঁশডাঙ্গা, বিশিষ্ট ব্যবসায়ী,নবাবপুর,ঢাকা ৪৮) শাহাবুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী, মীরপুর, ঢাকা ৪৯) সাগর মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০) ইকবাল হোসেন ভূইয়া রুবেল বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা ৫১) আইউব নবী সুজন,তারা স্পিনিং মিলস, ঢাকা এবং আরো ১৫ জন অতিথি সহ মোট ৯০ জন উপস্থিত ছিলেন। প্রচন্ড গরম উপেক্ষা করে ঢাকা মহানগরের দূর-দূরান্ত থেকে যানজটের পথ অতিক্রম করে ঢাকাস্থ বক্সগন্জ ইউনিয়নের নাগরিক সমাজের যে সকল আমন্ত্রিত অতিথি আমার ব্যাক্তিগত দাওয়াত “”ইউসুফ চৌধুরী ফাউন্ডেশন”” কতৃক আয়োজিত ইফতার মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, সে জন্যে আমি সকল সম্মানিত উপস্থিতির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.