ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিনত

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ইফতার মাহফিল গত ৭ এপ্রিল ২০২৩ নয়া পল্টনস্থ লানহুয়া চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে- প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোটের গর্বিত সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোট ডিভিশনের বিচারপতি ড. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন ভূঁইয়া, জাতীয় জরুরি সেবা ৯৯৯ প্রধান এডিশনাল ডিআইজি তবারকউল্লাহ , নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল শাহজাহান চৌধুরী, নাঙ্গলকোট সমিতির সদস্য সচিব ফরিদ আহমেদ মজুমদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি এডভোকেট আবুল হাশেম, রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের নির্বাচিত সভাপতি জাফর সাদেক ও ঢাকায় অবস্থানরত নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।

 

ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নির্বাচিত সভাপতি শেখ শাহজাহান সাজুর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলের সঞ্চালক ছিলেন ঢাকাস্থ্ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

আলোচনায় বক্তারা বলেন ঢালুয়া সমিতি নাঙ্গলকোট উপজেলার একটি মডেল সংগঠন। একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও বটে। ঢাকায় বসবাসরত সকল পেশার ও সকল মতের মানুষের প্লাটফর্ম হিসেবে এই সংগঠন ইতিমধ্যে সর্বমহলে পরিচিতি ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে। সবার সহযোগিতায় আগামীতে জনমূখী ও কল্যানধর্মী নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নে এই সংগঠন টেকসই ও মজবুত হবে।

 

উল্লেখ্য, ঢাকাস্থ্য ঢালুয়া ইউনিয়ন সমিতি প্রতিষ্ঠিত হয় ২০১৮সালে। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় করনাকালীন সময়ে নির্বাচন হয়। নির্বাচিত কমিটি কিছু টেকসই কর্মসূচী ও জনকল্যানমুখী পরিকল্পনা গ্রহণ করে। যেমন স্থায়ীভাবে সমিতির জন্য অফিস ক্রয়, গরিব অসহায় চিকিৎসা বঞ্চিতদের আর্থিকভাবে সাহায্য প্রদান, অস্বচ্ছল মেধাবী ছাত্রদেরকে বৃত্তি ও আর্থিকভাবে সহায়তা, রমজান মাসে এলাকায় দরিদ্র অসহায়দের মাঝে ইফতার সমগ্রী বিতরণ, ঢালুয়া ইউনিয়ন নিয়ে তথ্যনির্ভর একটি ম্যাগাজিন প্রকাশ করা। যার মাধ্যমে ইউনিয়নের অনেক অজানা তথ্যে সমৃদ্ধ থাকবে।

 

দোয়া ও ইফতার মাহফিলে ঢালুয়া ইউনিয়নের গর্বিত সন্তান সংসদ সদস্য মরহুম জয়নাল আবদিন ভূঁইয়া, ও সমিতির উপদেষ্টা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খতিব মাওলানা সলিমুল্লাহ।

ঢাকাস্থ ঢালুয়া সমিতির ব্যানারে আয়েজিত এই ইফতার মাহফিল নাঙ্গলকোটবাসীর মিলন মেলায় পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.