
চৌদ্দগ্রামে চোরাই গরুসহ যুবক আটক কুমিল্লার চৌদ্দগ্রামে গরু চুরি করে পালানোর সময় রবিন প্রকাশ টাইগার নামে যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত যুবক উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের মোঃ আইউব মিয়ার ছেলে। তথ্যটি বুধবার বিকেলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে পার্শ্ববর্তী ইউনিয়নের বাসন্ডা গ্রামের কৃষক মোঃ মুকবুল আহমেদের গোয়াল ঘর থেকে গাভী ও বাচুর চুরি করে পিকআপে তুলে নিয়ে যায়। ভোররাতে গাড়ির আওয়াজ শুনে পাশাকোট গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে যায়। মানুষের উপস্থিতি দেখে পিকাপভ্যান চালক গরু নামিয়ে দ্রুত পালিয়ে গেলে এলাকাবাসী গরুসহ রবিনকে আটক করে। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে সে পার্শ্ববর্তী গ্রাম থেকে চুরি করে নিয়ে আসে বলে জানায়। পরে এলাকাবাসী চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ গরুসহ ওই যুবককে থানায় নিয়ে আসে।