
কিশোর গ্যাং এর হাতে ব্যবসায়ী খুন!!! ২৬/০৪/২০২৩ ইর রাত্র ৯:৩০মি. এর সময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ৫নং শুভপুর ইউনিয়নের উনকোট বাজারে প্রকাশ্যে ব্যবসায়ী মোঃ আবদুল মালেক কে কুপিয়ে হত্যা করেন একই গ্রামের কিশোর গ্যাং এর সদস্য এবং মাদক সেবনকারী বাহার(২০)। বাহার উনকোট গ্রামের প্রবাসী মোঃ কবিরের ছেলে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। রাত্র ৯:৩০ মি এর সময় ব্যবসায়ী মোঃ আবদুল মালেক তার নিজ দোকান বন্ধ করে স্থানীয় একটি জানাযায় অংশগ্রহণের উদ্দেশ্যে যেতে চেয়েছিলেন। দোকানের সর্বশেষ সার্টারটি বন্ধ করে তালা মারতে যখনই নিছু হয়েছেন ঠিক তখনই ওই সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এ্যালোপাথারী কুপাতে থাকেন,এক পর্যায়ে ওই ব্যবসায়ী ওই স্থানেই রক্তক্ষরণ হয়ে মারা যায়। ওই সময় আশেপাশের লোকজনকে আসতে দেখে সন্ত্রাসী বাহার পালিয়ে যায়!!!