আমরা অষ্টগ্রাম প্রবাসী মানব কল্যাণ সোসাইটি ৫তম ইফতার সামগ্রী বিতরণ

Spread the love

২২ মার্চ, বুধবার কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মিয়ার বাজারে আমরা অষ্টগ্রাম প্রবাসী মানব কল্যাণ সোসাইটি কর্তৃক ১৫০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

“একতা, মানবতা, সেবা, মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানো গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং শুদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ০১/০৭/২০১৯ইং গঠিত হয় আমরা অষ্টগ্রাম প্রবাসী মানব কল্যাণ সোসাইটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ১৫ বক্সগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাকের হোসেন মেম্বার, ওলি উল্লাহ অষ্টগ্রাম প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক,  মোঃ সায়েদুল হক বাংলাদেশ উপদেষ্টা,  মোঃ ইয়াছিন মিয়ার বাজার কমিটির সভাপতি, ডাঃ মোঃ নাছির মিয়ার বাজার কমিটির সেক্রেটারী, মোঃ জুয়েল
বাংলাদেশ প্রতিনিধি।

সভাপতিত্বে করেন সম্মানিত উপদেষ্টা মোঃ বিপ্লব ভূঁইয়া,  কোরআন তেলওয়াত করেন সিনিয়র উপদেষ্টা হাবিবুর রহমান ভূঁইয়া,  সঞ্চালনা করেনঃ মোঃ ফয়েজ আহমেদ সাবেক বাংলাদেশ প্রতিনিধি,  প্রবাস থেকে তদারকি করছেন আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া আজীবন সদস্য সুপ্রিম কমিটি,  স্বাধীন রায়হান রাসেল আজীবন সদস্য সুপ্রিম কমিটি,  মোঃ এমাম হোসেন ইমন
প্রধান উপদেষ্টা, আলমগীর কবির লাভলু সম্মানিত উপদেষ্টা,  হাবিবুর রহমান ভূঁইয়া সিনিয়র উপদেষ্টা,  মোঃ মীর কাসেম দুলাল
সিনিয়র উপদেষ্টা,  মোঃ নূরুল আমিন সুমন সিনিয়র উপদেষ্টা,  আব্দুর রহমান মিয়াজান সভাপতি – কার্যনির্বাহী কমিটি,  মিজানুর রহমান সিনিয়র সহ সভাপতি কার্যনির্বাহী,  মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক কার্যনির্বাহী, মোঃ আজিজ
সভাপতি কার্যকর কমিটি,  মোঃ সেলিম সাধারণ সম্পাদক কার্যকর কমিটি।

অসহায় মানুষের পাশে দাড়ানো গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং শুদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ০১/০৭/২০১৯ইং গঠিত হয় – আমরা অষ্টগ্রাম প্রবাসী মানব কল্যাণ সোসাইটি। ৫৬ জন প্রবাসীর আর্থিক সহযোগিতা
মানব কল্যাণ সোসাইটি প্রতি বৎসর বিভিন্ন ভাবে অর্থিক সাহায্য করে থাকে- অসহায় পরিবারের মেয়ের বিয়ে,
অমুসলিমদের মেয়ের বিয়ে, অসহায় পরিবারের ঘর নির্মাণে আর্থিক সহায়তা। অসহায় পরিবারের চিকিৎসা মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা করা হয়। সংগঠন এর সদস্যদের দুর ঘটনা ও মৃত সজনের জন্য দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে রমজানের পবিত্রতা রক্ষায় এলাকা বাসীর প্রতি বিশেষ অনুরোধ করা হয়। দেশবাসীকে রমজান ও ঈদের আগাম শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। ”Unity Humanity Service একতা মানবতা সেবা People are for the people মানুষ মানুষের জন্য।

One thought on “আমরা অষ্টগ্রাম প্রবাসী মানব কল্যাণ সোসাইটি ৫তম ইফতার সামগ্রী বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.