আন্তঃজেলা অজ্ঞানপার্টির মূলহোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার, ৩টি অটোরিক্সা উদ্ধার

Spread the love

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় আন্তঃজেলা অজ্ঞানপার্টির সক্রিয় সাত সদস্য গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, একটি চোরাই মোবাইল উদ্ধার।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম(বার) জানান- কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা, চট্টগ্রাম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দীর্ঘদিন হতে বিভিন্ন কৌশলে খাবারে বিষ প্রয়োগ করে মিশুক, অটোরিক্সা চালকদের অচেতন করে সর্বস্ব চুরি করে নিয়ে যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা অজ্ঞান পার্টির সকল সদস্যদের গ্রেপ্তারর ও চোরাইমালামাল উদ্ধার করার জন্য লাকসাম থানা পুলিশ গত ২১মে রাত্র হতে পরদিন ২২ মে সকাল ১০টা পর্যন্ত কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয়া, মুরাদনগর থানার নলুয়া চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অজ্ঞানপার্টি চক্রের ৬সদস্যকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে চোরাই যাওয়া মিশুক গাড়ী সহ মোবাইল উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা হতে ইতিপূর্বে একই কায়দায়/প্রক্রিয়ায় চোরাইকৃত আরো ২টি মিশুক গাড়ী উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- আন্তঃজেলা অজ্ঞানপার্টি চক্রের দলনেতা মোঃ শাহজাহান (২৬),সদস্য মিজানুর রহমান (৩১), নুর ইসলাম (২৪), মোঃ মিজান (২৩), মোঃ হানিফ (৩২), শিপন মিয়া (২৩), মোঃ সুমন আহমেদ (২৫)। অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান জানান কুমিল্লার লাকসামের মিশুক চালক মোঃ দুলাল মিয়া (৪৮) গত ১৬মে সন্ধ্যা পৌনে ৭টার দিকে যাত্রী নামিয়ে চৌদ্দগ্রাম হতে লাকসাম ফিরে আসার সময় নাঙ্গলকোট পৌর বাজারস্থ সিএনজি স্টেশনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪ জন যাত্রীবেশী চক্রের সদস্য ১২০ টাকা ভাড়া নির্ধারন করে। লাকসাম বাইপাসের উদ্দেশ্যে রওয়ানা করে। যাত্রীবেশীদের অনুরোধে দুলাল রাস্তার পাশে থাকা চা দোকানের সামনে গাড়ীটি দাড় করলে যাত্রীরা চা-বিস্কুট খায়। রাত সাড়ে ৮টায় সময় লাকসাম বাইপাস পৌছালে ভিকটিম অচেতন হয়ে পড়ে। এই সুযোগে চক্রের সদস্যদের একজন গাড়ীটির নিয়ন্ত্রন নিয়ে নেয়। পকেটে থাকা নগদ সাড়ে ৪হাজার টাকা ও বাটন মোবাইল ফোনটি নিয়ে নেয়। পরবর্তীতে লাকসাম থানাধীন খুন্তা ষ্টীল ব্রীজের রাস্তার পাশে অবচেতন অবস্থায় ভিকটিমকে শুইয়ে দিয়ে তার মালিকানাধীন ব্যাটারী চালিত মিশুক (যাহার মূল্য ১,লক্ষ৩৫,হাজার টাকা) গাড়ীটি নিয়ে যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় লাকসাম থানার পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎস হতে তথ্য সংগ্রহ করে লাকসাম বিজরা বাজার এলাকা হতে আন্তঃজেলা মলম পার্টির দলনেতা মোঃ শাহজাহান কে আটক করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত দলনেতা মোঃ শাহজাহান এর গ্রুপে ৮-১০ জন সক্রিয় সদস্য রয়েছে। পুলিশ জানায়- জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনা সংঘঠনের কৌশল, খাবারে বিষ/ক্ষতিকারক ঔষুধ মেশানোর প্রক্রিয়া, সংগ্রহ, ভিকটিম সনাক্ত করণে তাদের অভিনব কৌশল(বোরকা পরিহিত অবস্থায় গর্ভধারন, অসুস্থতার ভান করা, কোম্পানির বস-কর্মচারীর পরিচয় দেয়া) ইত্যাদি সহ বাস্তবায়নের ঘটনা প্রবাহ বর্ণনা করে। তাছাড়া চোরাইকৃত মিশুক/অটোরিক্সা রং ও বডি দ্রুত পরিবর্তন করে অন্যত্র হস্তান্তর করার কথা প্রকাশ করে। এ ঘটনায় লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.