
টিকটকের মাধ্যমে প্রেম ও বিয়ের প্রলোভনে অপহরণকৃত ভিকটিমকে কক্সবাজার সদর থানাধীন কলাতলী এলাকা হতে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, অপহরণ চক্রের মুলহোতা র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
গত ২৫/০৩/২০২২ তারিখ আনুমানিক ১০.০০ ঘটিকায় ডিএমপি শাহ আলী থানায় জনৈকা আফাত আরা পারভীন (৩৬), পিতা-খোন্দকার আক্তার হোসেন, বর্তমান সাং- বাসা নং-১১, রোড নং-২, ব্লক-বি, থানা-শাহ আলী, ঢাকা অভিযোগ দায়ের করেন যে, তার ছোট বোন রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। টিকটকের মাধ্যমে জনৈক মোঃ নাজমুল হাসান (২৭) এর সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে বর্ণিত ব্যক্তি ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিয়ের প্রলোভন দেখায়। গত ২১/০৩/২০২৩ খ্রিঃ তারিখ অনুমানিক ১৭.২০ ঘটিকায় তার বর্তমান ভাড়া বাসার নিচে রাস্তায় গেলে পূর্বপরিকল্পিতভাবে মোঃ নাজমুল হাসান সহ অজ্ঞাতনামা অপহরণকারীদের সহযোগীতায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়।
পরবর্তীতে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর হতে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে অপহরণের কথা স্বীকার করে এবং মুক্তিপণ বাবদ ৫০,০০০/- টাকা দাবী করে। উক্ত ঘটনায় ভিকটিমের বড়বোন বাদী হয়ে মোঃ নাজমুল হাসান সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে বিবাদী করে ডিএমপি শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। যার *মামলা নং-২৫/৮৭, তাং-২৫/০৩/২০২৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত/২০২০) এর ৭/৮/৩০ ধারা।* উক্ত মামলার ভিত্তিতে র্যাব অবগত হয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরবর্তীতে গত ২৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ১৪.০০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী হোটেল-মোটেল জোন এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ নাজমুল হাসান (২৭), পিতা-জামাল হোসেন, মাতা-হোসনে আরা বেগম, সাং-মৌলভী কাটা, ইউনিয়ন-শাপলাপুর, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।