
১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতর (ফিতরা) কত, জানা যাবে রোববার (২ এপ্রিল)। এদিন বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে ফিতরা নির্ধারণ করা হবে।
শনিবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।
সভায় বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
গত বছর জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা হারে ফিতরা নির্ধারণ করেছিল জাতীয় কমিটি।
উল্লেখ্য, নিসাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।