শুভ সূচনা হলো জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট এর ১০৩ তম জন্মদিন ও স্কিল ফেয়ার ২০২৩

Spread the love

সোমবার দুপুর বারোটায়, শিয়ালদা বি বি গাঙ্গুলী স্ট্রিটের সংযোগস্থলে, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে হেড অফিসে, এই ফেয়ারের শুভ সূচনা করেন, জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিউট এর ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত মহাশয়,

এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ট্রাস্টির ডিরেক্টর অনির্বাণ দত্ত, এক্সিকিউটিভ ডিরেক্টর গৌরব দত্ত ,এক্সিকিউটিভ ডিরেক্টর অধিরাজ দত্ত ও ডিরেক্টর অনিন্দ্য দত্ত মহাশয়, । জর্জ টেলিগ্রাফ ইনস্টিউট এর প্রথম পথ চলা ১৯২০ সালে, এই অফিস থেকেই আস্তে আস্তে ১০৩ তম বছরে তারা প্রায় ৭০ টি ব্রাঞ্চ সারা পশ্চিমবঙ্গে তৈরি করতে পেরেছেন, প্রায় পঁচিশ হাজার ছাত্রছাত্রী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, প্রায় একশর বেশি কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে এই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে, যেখান থেকে ছেলেমেয়েরা তাদের দক্ষতা তুলে ধরতে পারবেন ,শুধু তাই নয় যার যেরকম কোয়ালিফিকেশন তার সেই ধরনের কোর্স করার সুযোগ পাবেন এই ট্রেনিং স্কুল থেকে,
এটাই জানালেন,

আরো জানালেন জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট সকল ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি করে ,তারা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ,বহু ছাত্র-ছাত্রীর, এবং এখান থেকে ১০০% ছাত্র-ছাত্রীদের জব প্লেসমেন্ট দিয়ে থাকেন, যারা পাশ করে বেরিয়ে গেছেন, তারা অনেকেই কারিগরি শিক্ষার উপর বিজনেস থেকে শুরু করে বড় বড় কোম্পানিতে কাজ করছেন বলে জানান।

এছাড়াও বলেন আজ আমরা আনন্দিত যে আমাদের ছাত্র-ছাত্রীরা তাদের কারিগরি শিক্ষার উপর বিভিন্ন প্রজেক্ট তৈরি করে মানুষের সম্মুখে তুলে ধরেছেন, আমরা গর্বিত যে এত সুন্দর কাজ ছাত্র-ছাত্রীরা যে করছেন, এবংফেয়ারে তুলে ধরেছেন,।

প্রায় দুই থেকে তিন মাসের কঠোর পরিশ্রমে তাদের এই প্রজেক্টগুলি আজ জনগণের সম্মুখে তুলে ধরলেন…. এই প্রদর্শনী চলবে দুদিন যাবত ,প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত,

এই পদর্শনীতে ছাত্রছাত্রীরা যারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে প্রজেক্টগুলি তুলে ধরেছেন …তাহার মধ্যে ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশন অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়ার এন্ড এডভান্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং,, কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড এডভান্স নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং..। সোলার পাওয়ার টেকনোলজি, প্যারামেডিকেল সায়েন্স , বিউটি এন্ড ওয়েলনেস, ফিনান্স, ইন্টেরিয়র প্রভৃতি, এছাড়াও জজ টেলিগ্রাফ সুভাষ ওপেন ইউনিভার্সিটি এন্ড পশ্চিমবঙ্গ টেস্ট ইউনিভার্সিটি সাথে যুক্ত=… সকল কারিগরি শিক্ষার ছাত্রছাত্রীরা বলেন, আমরা স্যারদের সহযোগিতায় অনেক কিছু শিখতে পেরেছি, স্যারেরা যদি আমাদের ভালোভাবে না দেখাতো ,হয়তো এই ধরনের প্রজেক্ট আমরা তুলে ধরতে পারতাম না জনগণের উদ্দেশ্যে। স্যারেরা সবসময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি তাহার উৎসাহ দিয়ে থাকেন।,, আজকের এক্সভিশনে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও ব্যাংকের এক্সিকিউটিভ পরিদর্শন করেন এই ফেয়ার, এবং তাহারা বলেন আমরা এই সকল ছাত্র-ছাত্রীদের পাশে আছি, যেকোনো বিষয় ও শিক্ষার জন্য যদি কোন কিছু প্রয়োজন হয় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব,, এছাড়াও কেউ যদি কারিগরি শিক্ষার পর ব্যবসা করতে চান আমরা লোনের ব্যবস্থাও করে দেব, …….। সকল অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা ও সহযোগিতা করলেন জর্জ টেলিগ্রাফ ট্রেডিং ইনস্টিটিউ সৌমন স্যার মহাশয়…. যাহার কঠোর পরিশ্রমে ও সুন্দর পরিচালনায় জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিউটের 103 তম জন্মদিন ও skil ফেয়ার সুন্দরময় হয়ে উঠেছে, আগামীকাল থাকছে একটি সংগীত অনুষ্ঠান এবং কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ……..। রিপোর্টার… কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

E il quarto è un rosa (molto) caldo con una breitling replica finitura a lumaca, che sarà disponibile a maggio di quest'anno.

I really dig the silver dial variants – but I am also an entirely swiss replica rolex boring individual.