
আজ রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো ৫৭ দিনের মাথায়রা জ্যের বিভিন্ন স্কুলে ফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই ,, পরিবারের লোকেরা খুশিতে আত্মহারা……
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঘাটাল মহকুমা দাসপুর বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তুহিন রঞ্জন অধিকারী নবম স্থান অধিকার করল, পাঁচশোর মধ্যে ৪৮৮ নম্বর পেয়ে, তুহিনের বাবা তুষার রঞ্জন অধিকারী ভেটেনারি দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মচারী, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।
নদীয়ার চাকদা বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে ছাত্রী রাজ্যের মধ্যে প্রথম দশ জনের তালিকায় স্থান পেল , ষষ্ঠ স্থান অধিকার করছে, পাঁচশোর মধ্যে ৪৯১ পেয়ে…।
উচ্চমাধ্যমিকে রাজ্যের তৃতীয় স্থান এবং জেলার প্রথম স্থান অধিকার করল তমলুকে চন্দ্রবিন্দু মাইতি.. তমলুকের হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র। নিম্নবিত্ত পরিবারের ছাত্র ফুটপাতে মায়ের একটি ছোট্ট হোটেল আছে, এর উপরই নির্ভর করে ছেলেকে পড়াশোনা করাতেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করল ময়না ব্লকের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এর ছাত্র সোমায়ন জানা..। পিতা-মধুসূদন জানা, বর্তমানে তমলুক হ্যামিলটন হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত……। জেলার স্কুল গুলি ভালো ফল করায় শিক্ষক-শিক্ষিকারা খুশি।।
রিপোর্টার ,,,,শম্পা দাস ও সমরেশ রায়