
হাফিজুর রহমান হাফিজ
পাবনা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যা ব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যার-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন ভাড়ারা ইউনিয়নে শ্রীপুর সাকিনস্থ জনৈক মোঃ উজ্জল হোসেন এর বসতঘর হইতে’’ অভিযান পরিচালনা করে পাবনা সদর থানার মামলার এজাহারনামীয় ৩ নং পলাতক আসামী মোঃ শিপলু হোসেন উরুফে শিবলু (৩২) কে গ্রেফতার করে গত রাত্রে। পাবনা জেলার পাবনা থানাধীন গোপালপুর তিন মাথা মোড়স্থ জনৈক মোঃ আবু সাঈদ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর মামলার অন্যান্য আসামীদের সাথে পরষ্পর যোগসাজস করে মামলার বাদীর লোকজনকে গুলি করে হত্যার চেষ্টা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোঃ রাজু শেখ (২৭), পিতা-রাজা শেখ, সাং-গোপালপুর, থানাঃ সদর, জেলাঃ পাবনা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে উক্ত আসামী পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ শিপলু হোসেন উরুফে শিবলু (৩২), পিতা- আব্দুর রাজ্জাক, সাং-রাধানগর (তৃপ্তি নিলয়) থানাঃ সদর, জেলাঃ পাবনা। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।